১১৯১
সময়ের নিজের ভেতরই
যেমন দূরত্ব থাকে
মানুষেরও

আমি কেবল তাকিয়ে দেখি
কত আয়োজনে
মহাসমারোহে
ইনিয়ে বিনিয়ে
মানুষের, নিজেকে উপস্থাপন করতে হয়

সময়ের কোন আয়োজনের
দরকার হয় না
কেবল স্পষ্টতাই যথেষ্ট
মানুষ কেন এতো অস্পষ্ট!
দৃশ্যের ভেতর অদৃশ্যের লুকোচুরি...

জুন ১১, ২০২৪ ভোর ৬:৩০মি
চাপাই নওয়াবগঞ্জ

১১৯২

আকড়ে তো ছিলাম
নি:স্বতায় জড়িয়ে গেলাম;
চাওয়ার হিসেবটা মেলেনি
হারিয়ে যেতে দ্বিধা করেনি

আকড়ে রাখতে চাই
তবুও, না পাই
ফিরে যায় নিজ ভুবনে
আদি প্রয়োজনে

জুন ১০, ভোর ৬টা
চাপাই নওয়াবগঞ্জ

১১৯৩

পরাজিত সত্য
একটি সত্যকে
চিৎকার করে বলা যায় না

সত্যগুলো কথার চাতুর্যে মিথ্যে হয়ে যায়
মিথ্যেগুলো থরে থরে সাজানো থাকে,
স্বার্থের আলমিরায়

পরাজিত সত্যগুলো শ্মশানে পোড়ে
জয়ী হওয়া মিথ্যেগুলো বেশ্যার বেশে
দ্বারে দ্বারে ঘোরে;
পড়ন্ত যৌবনে
খদ্দের ছাড়া নিজের সাথেই সঙ্গম করে

জুন ৯, ২০২৪ বিকেল ৬টা
চাপাই নওয়াবগঞ্জ

১১৯৪

ইতিহাসের জানালা
এখনো খোলা রয়েছে

জানালার ফাক দিয়ে
তাকিয়ে দেখি
কষ্টে কষ্টে, আকাশটাও বুড়ো হয়ে গেছে

জুন ৬, ২০২৪ রাত ১১টা
মিরপুর, ঢাকা

১১৯৫
একদিন
হঠাৎ চমকে দেখি
বইয়ের চেনা পৃষ্ঠাগুলো নাই হয়ে গেছে

গল্পটা পরিবর্তন হয়েছে
কয়েক মাস আগেই
চরিত্রগুলোও পাল্টে দিয়েছে; লেখক নিজেই

জুন ৬, ২০২৪ রাত ১১টা
মিরপুর, ঢাকা