কাউকে
জানার চাইতে, বোঝাটা
অনেক বেশি জরুরী

আমরা শুধু
জানতে চাই, জানাতে চাই
বুঝতে চাই না, বোঝাতেও চাই না

শব্দের ভেতর শুধু জানার
উপকরণ থাকে
বোঝার উপকরণ থাকে
অনুভূতিতে

আমরা অনেক বেশি
শব্দ প্রবণ
অনুভূতিপ্রবণ হতে পারে না সবাই
কেউ কেউ পারে


জুন ২৮, ২০২৪, রাত ১১টা
মিরপুর, ঢাকা