শূন্য আমি,
এক ভাঙা ঘর,
যেখানে প্রতিধ্বনি আর কোনো শব্দের নয়,
শুধু একাকীত্বের নীরবতা ভাসে,
যা আমার অন্তরকে খুঁচিয়ে দেয় বারবার।
অসুস্থ আমি,
শরীর নয়, মন অসুস্থ,
এক বুনো ঝড়ের মতো,
যা আঁধারের কোলে ঢেকে রাখে সব আশা,
আর সূর্যের আলো হয় যেন দূরের কোনো স্বপ্ন।
নাশ নীই,
হার না মানা, মৃত্যু নয়,
এক অদম্য সংকল্প,
যা আমার ভেতর ঝাঁপিয়ে পড়ে,
যেন মৃত্যু থেকে উঁকি দিয়ে ফিরে আসা জীবনের আগুন।
শূন্যতার মাঝে আমি খুঁজি,
একটি স্পন্দন,
একটি প্রহর,
যা আমাকে ফের জীবনের কাছে টানে,
যেখানে বেদনার সুরেও বাজে এক নতুন রাগ।
আমি অসুস্থ, কিন্তু নষ্ট না,
শূন্য হলেও পূর্ণতার স্বপ্নে,
অন্তর আমার সুর বাজায়,
নতুন করে বাঁচার গান।
শূন্য আমি,
অসুস্থ,
তবুও নাশ নীই,
এই আমার জীবনের গল্প —
একটি অদম্য জীবনের গল্প।
জুন ১২, ২০২৫ রাত ১১ টা
মিরপুর, ঢাকা