নীরবতার গভীরে এক ছায়া বসে থাকে,
যা কখনো শব্দ পায়নি,
তার গানে বাজে একান্ত এক ব্যথা—
কোনো সূর নেই, কোনো তালের ছন্দ নেই,
শুধু নিঃশব্দ বাতাসের বালুকায় আঁকা রেখা।
সে ছায়া ছিল
এক যুবকের আত্মার আড়ালে,
চেয়েছিলো কথা বলতে,
তার হৃদয় ছিল এক নিষ্প্রাণ নোটবুক,
যেখানে লেখা হয়নি কোনো অক্ষর,
শুধু শূন্যতার খাতায় জমে থাকে বেদনার ছায়া।
বাতাসে ভেসে আসে
হারানো ভালোবাসার সুর,
যা কেউ শোনেনি, কেউ দেখেনি—
কেবল একলা রোদেলা বিকেলের স্মৃতি,
ছায়া আর আলো খেলাধুলা করে,
হারিয়ে যায় যুবকের নির্জন দৃষ্টির আড়ালে।
ভালোবাসা একটি অক্ষরহীন কবিতা,
যা কখনো জন্ম পায়নি,
তবু সে কবিতা গেয়ে গেছে তার নীরব হৃদয়ে,
শুধু বাতাস শুনেছে,
রাতের তারা জেনেছে,
এক যুবকের নিঃশব্দ প্রেমের গান।
জুন ১৯, ২০২৫ সকাল ৭টা
মিরপুর ঢাকা