ইদানিং অনেকেই বলে
আমাকে দেখলে
ভাবনা আক্রান্ত মানুষ মনে হয়
কেউ বলে, ভাবনা আসক্ত


কিন্তু, আমি নিজেও
জানি না, এতো ভাবনা কিসের?
ভাবনাগুলো কি অতীত নাকি ভবিষ্যতকে ঘিরে
ভাবনাগুলো কি
আনন্দ-বেদনা, সুখ-দুঃখ, কষ্ট-দহনের
নাকি, বাঁচা মরার?
নাকি, হতাশার? ব্যর্থতার?


আহামরি কোন বয়স নয়
এর চেয়ে ঢের বেশি বয়স নিয়ে দিব্বি ঘুরছে ফিরছে,
আনন্দ করছে
কিন্তু
আমার বয়সটা যেন
পৃথিবীর সব কিছু থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে
বিচ্ছিন্নতাবোধে আক্রান্ত হয়েছে মন;
এটাকে অনেকে ‘মধ্য বয়সী ক্রাইসিস” বলে থাকেন।


কেউ কেউ আছেন
চিন্তা করতে করতে যখন ক্লান্ত হয়ে পড়েন
তখন বিশ্রাম নেয়ার জন্য, আবার চিন্তা শুরু করেন।
অনেকে আবার
ঘুমোতে ঘুমোতে ক্লান্ত হয়ে পড়লে
প্রচন্ড ক্লান্তিতে আবার ঘুমিয়ে পড়েন।


শুনেছি মানুষ
মাদকাসক্ত হয়, প্রামাসক্ত হয়,
রোগাক্রান্ত হয়, নানা চক্রান্তের শিকারও হয়
কিন্তু ভাবনাসক্ত, ভাবনাক্রান্ত হওয়া, এই প্রথম শুনলাম।


আকাশ, পাহাড়, নদী, সমুদ্র
কেউই ভাবনায় আক্রান্ত হয় না
অন্য কোন প্রানীও না
কেবল, মানুষের মধ্যেই এ রোগটা বাসা বাধে;
যখন নিজের সাথে যুদ্ধটা শুরু হয়
নিজেরই অজান্তে


জানুয়ারি ২৭, ২০২৩, দুপুর ৩টা
মিরপুর, ঢাকা