তোমার সাথে পরিচয় না হলে
আমি বেঁচে যেতাম
কাছে থাকার ইচ্ছেগুলো
হাতের মুঠোট বন্দী থাকতো
কিংবা
ইচ্ছের জন্মই হতো না


জন্মহীন ইচ্ছেগুলো
খুব স্বাধীন
যখন তখন গুটিয়ে যেতে পারে


ইচ্ছের বন্দিত্ব
মানুষকে আকাঙ্ক্ষার কাছে
পরাজিত করে
ইচ্ছেগুলো অন্যের উপর নির্ভরতা বাড়ায়


তোমার কাছে যাবার ইচ্ছে
ভালো থাকার নির্ভরতা
আজব এক সমীকরণ


জীবনের সমীকরণ গুলোই
মানুষের প্রধান দুর্বলতা


মানুষ শ্রেষ্ঠত্বের দাবী করে
অথচ, মাছির চেয়েও দুর্বল
ঈশ্বর তা আগেই সতর্ক করেছেন


জানুয়ারি ২৭, ২০২৩, সন্ধ্যে ৭টা
মিরপুর, ঢাকা