তোমার অহমিকা
একটু কম হলে
হাত ধরে হাটতাম মধ্যরাতে; সমুদ্রের
কোল ঘেষে কিংবা
পাহাড়ের উঁচু চূড়ায়; ঠায়
বসে থাকতাম হাতে হাত রেখে


সমুদ্রের বিশালতা
তোমার দম্ভের কাছে পরাজিত
পাহাড়ের উচ্চতা
তোমার অহমিকার উচ্চতার কাছে লজ্জিত
প্রকৃতির অপরূপ চাহনিকে
তুমি হার মানাতে চাও, আধুনিকতার কূটকৌশলে


অহমিকা একটু
কম হলে
প্রকৃতির অকৃত্তিমতার কাছে
তোমাকে নিয়ে হারিয়ে যেতাম
প্রকৃতি তুমি আর আমি
অহমিকাবিহীন আবাস গড়তাম


----------------------
------
সেই তো অহমিকা ফেলে এলে
সময়ের কাছে পরাজিত হলে
নিঃশ্বাসের নিঃশ্বাস ফেলে
অহংকারের পোষাক খুলে দিলে
সময়ের চাওয়া সময়ে হারিয়ে গেলে


মিরপুর, ঢাকা
জুন ২৯, ২০২২, রাত ১২টা