চারদিকে এত শকুন বেড়ে গেছে
মানুষগুলো সব ভয়ে কুকড়ে আছে
নানা উছিলায়, নানা ভঙ্গিমায়
রক্ত মাংস খাবলে খাচ্ছে


শকুন আর আকাশে উড়ে না
খাদ্যভাস পরিবর্তনে
আবাসস্থল পরিবর্তনে
উল্লাসে উল্লাসে প্রকৃতির শক্তি ভাবে না


শকুনের পাখা ঝাপটা
ঝড়ের গতির অজানা মাপটা
বাদ থাকে না আবালবৃদ্ধবনিতা
লকলকে জিভে থাকে তাজা রক্তের স্বাদটা


মানুষ আকৃতির শকুন
নুতন প্রজাতি, তেজে আগুন
শকুনদের ক্ষমতার তাপে
মানুষের দিন কাটে ভয়ে এবং চাপে


শকুনের শানিত জিভের লালা
একই রূপ , কেবল ক্ষমতা বদলের পালা
মানুষের পিঠে বেত্রাঘাত, বাক প্রতিবন্ধিতার জ্বালা
নতজানু বিবে্কদের অপেক্ষা, প্রকৃতির খেলা



মিরপর, ঢাকা
সেপ্টেম্বর ২১, ২০১৯