আমার বর্তমান উঠোনে
ঘুঘু চড়ে নির্ধিধায়
ঝিঝি পোকাদের চলে শাষন
যোজন যোজন পথ পাড়ি দিয়ে
বন্ধ দুয়ারে দেখি সরিসৃপের আগ্রাসন
মগজে প্রতিফলিত নীরব শোষন


কবিতার শব্দেরা
আষ্টেপৃষ্ঠে বাঁধে সময়
চেনা শহরে অচেনা মানুষ
দিশেহারা পথ পরিক্রমায়  রঙিন ফানুস
বাতাসে ছড়ানো জীবনের অতৃপ্ত রেনূ
মজ্জাহীন হাড়ে বিকৃত রঙধনু


জলের শরীরে
চোখে নেই জল
অস্তিত্বের শেকড় গেছে প্রান্তসীমায়
আজীবন নির্বিবাদী, নির্লিপ্ত চাহনি
কিছু শব্দের শব্দার্থ
আজও বলা হয়নি


জীবনের পতাকা
খামচে ধরেছে এক শকুন
দিন মজুর জানে না
আগামী ভোরে জ্বলবে কি উনুন?
সভ্যতার অসভ্য কৌশলে
তবুও শ্লোগান নিরাপদে থাকুন, সুরক্ষিত থাকুন।


অক্টোবর ০৪, ২০২১
বাগেরহাট
রাত ১২টা