আমার সাথে আর নিজেকে
জরিয়ো না
অনেক ভুল করেছো, ভুল হয়েছে
এবার একটু শুদ্ধ পথে চলো
প্লিজ আর ভুল কোর না;


আমার কোন ভবিষ্যৎ নেই
আলুথালু বর্তমানে বসবাস, বিমর্ষ অতীত
আমার দুহাতে বিষের শিশি;
একটি আমার জন্য
অন্যটিও আমারই জন্য
আমি তোমার জন্য হাতে বিষ রাখতে পারিনি, পারি না
প্লিজ আর ভুল করো না;


আমার যা ছিল, এখন নেই
হতে পারতো অনেক কিছুই
হয়নি, আর হবে না
আমার দুহাতে বিষের শিশি;
আমি তোমার আগুনে পুড়ে যাই
ছাই হয়ে যাই
আমার এক গ্লাস জল নেই
তোমার আগুনে জল ঢালতে পারবো না;


তুমি আমার কাছে এসো না
বেঁচে থাকার অতৃপ্ত বাসনায়
আবার জেগে উঠতে পারি
আমার সময় নেই;
তোমার ছোঁয়া আমাকে উন্মাদ করে দিতে পারে
আমি আগ্রাসী হয়ে যেতে পারি
আমি জীবনকে ফেরী করতে পারি
আমার সময় নেই;


প্লিজ একটু দূরে দূরে থেকো
আমি তোমার চোখে তাকাতে পারি না
অপরাধী মনে হয়;
অক্ষমতার পাথরগুলো কেউ একজন ছুড়ে মারে
আমি ক্ষত বিক্ষত হয়ে
তোমার সামনে দাঁড়াতে পারবো না


আমি অনেক কিছুই পারি না
তোমাকে না দেখে থাকতে পারি না
আবার কাছে থাকতে পারি না
আমার জীবন ‘না’ পারার মধ্যে আবদ্ধ
সীমাবদ্ধ!!!


অক্টোবর ০৬, ২০১৮
কক্সবাজার