আমি কি জিজ্ঞেস করতে পারি ?

আপনি বেতনের টাকা দিয়ে কি করেন?
এ বছর আপনার কি বাচ্চা নেয়ার পরিকল্পনা আছে?
ব্যাংক থেকে কেন টাকা তুলছেন?
কিংবা, আপনি কত টাকা বেতন পান ?

জিজ্ঞেস করতে কি পারি ?

এত টাকা ইনকাম করেন, ফ্ল্যাট কেন কেনেন না ?
আপনার সংসার কেন ভেঙে গেল?
আপনি কেন ছোট ফ্ল্যাটে থাকেন?
প্রতিদিন পাবলিক বাসে অফিসে আসেন, গাড়ী কেন কেনেন না ?

হ্যাঁ পারি, এদেশে সব পারি

অফিসিয়ালি পারি
সামাজিক কথোপকথনে পারি
ব্যাংকের ফর্মে লিখে দিতে পারি
এমনকি সুপারভাইজার হলে, জুনিয়রকে এর চেয়েও বেশী বলতে পারি।

অসভ্য মানুষের ভিড়ে সব পারি

তথাকথিত শিক্ষিত হলে পারি
সভ্য মানুষের মুখোশে, অসভ্য হলে পারি
ক্ষমতার দাপট থাকলে পারি
সঠিক জ্ঞান না নিয়ে, পলিসি তৈরি করতে গিয়ে পারি ।

প্রশ্নের উত্তরে রিএক্ট করা যাবে না
এড়িয়ে যাবার ঊপায় থাকবে না ;
গণ্ডার হওয়া ছাড়া বিকল্প থাকবে না
এসব না পারলে, টিকে থাকা যাবে না ।

[গতকাল এরকম এক ভয়াবহ অভিজ্ঞতার আলোকে কবিতাটি লেখা]
জানুয়ারি ২৩, ২০১৮
কক্সবাজার