আমি তোমার বন্ধু হতে চাই
বউ হলে ক্ষতি কি বল তাই?

বউ হলে শরীর ও মন দুটোই লাগে
আর বন্ধুত্ব কি শুধু হৃদয়ে থাকে?

বউকে সবাই কেমন আগলে রাখে
আর বন্ধু হলে কি পাশাপাশি থাকে?

বউ মানে অভিযোগ, আবদার আর অভিমান
আর বন্ধুত্ব হলে কি, সমানে সমানে সম্মান?

বউ মানেই সন্তান, সংসার, ভবিষ্যৎ আলপনা
বন্ধুত্ব মানে কি, ছন্ন ছাড়া জীবন, শুধুই কল্পনা?

তুমি আসলে বুঝবে না, বউ হওয়ার যন্ত্রণা
বন্ধু মানে শুধুই সুখ, কোথায় পেলে এ মন্ত্রণা?

কিচ্ছু ভাল্লাগে না, তোমাকে বোঝাতে পারবো না
বউকেই আমি বন্ধু ভাবি, সমস্যা ত আর  থাকলো না।

অক্টোবর ২৬. ২০১৭