আয়নার সম্মুখে বসি চলো
ওইখানে আছে
তীব্র আলোর ঝলকানি
আঙুলের ডগা রক্ত স্পর্শ করে;
ব্যাথা, ভালোবাসা, আনন্দ, ঘৃণা,
ঈর্ষা, ক্রোধ, হর্ষ, বিষাদ, ভয়
দুশিন্তা এবং শান্তি;
সবটুকু মানুষের জন্য
তোলা থাক নিশ্চিন্তে এবং নির্ভাবনায়।


পেয়ালা ভর্তি বিষাদ
পান করি এসো;
কোথাও কোন কষ্ট নেই
ক্লান্তিঘন গভীরতায় প্রকাশ করি
ছবি আকি সুন্দর দিনগুলোর
নিজেদের জন্য না হউক
কেউ না কেউ তো পাবে।


এসো শান্তি খুজি
মৃত্যুকে উপলব্ধি করি;
প্রতিটি মুহুর্তের মধ্য দিয়ে
মৃত্যুকে আলিংগন করি;
উপভোগ করি পূর্নমাত্রায়।
স্বাগত  জানাই
বিপন্ন বিষাদমাখা কারো কারো
মৃত্যু রেখাচিত্র।


আয়নার সম্মুখে বসি চলো
একাগ্রতায়
নিমগ্নতায় এবং
ধ্যানমগ্ন  হয়ে।


মিরপুর, ঢাকা
জুলাই ১৬, ২০২২, রাত ১১টা