অবশেষে আত্মসমর্পন করলাম
আত্মসমর্পিত জীবন কেবন হবে
এখনো জানি না
তারচেয়েও গুরুতর প্রশ্ন
কার কাছে আত্মসমর্পন?


মানুষের কাছে?
ঈশ্বরের কাছে?
নিজের কাছে?
স্বাধীন চিন্তার কাছে?


যে কোন একটির কাছে আত্মসমর্পন
হলেই কি
সবার কাছে আত্ম সমর্পন হয়?
নাকি আলাদা আলাদা?


স্বাধীন চিন্তারও একটা
পরাজয় থাকে;
জয় পরাজয় মানে পক্ষ এবং বিপক্ষ শক্তি
প্রতিপক্ষকে পরাজিত করে
হয়তো স্বাধীনতা পাওয়া যায়;
কিন্তু পক্ষের সাথে দ্বন্দ্বতো থেকেই যায়
চিরকালের দ্বন্দ্ব!!


আত্মসমর্পন মানে কি
নিজেকে বিক্রি করা
আনুগত্য স্বীকার করে নেয়া?
নিজেকে আঘাত করা?
দংশনে দংশনে ক্ষত বিক্ষত করা?


অন্য কারো কাছে আত্মসমর্পন করলে
এতো সব প্রশ্নের উত্তর ভিন্ন ভিন্ন হবে;
নিজের কাছে আত্মসমর্পন করেলে!!!
সব উত্তর আলাদা হবে না
একটাই উত্তর।
মিলে মিশে সব একাকার হবে
আত্মসমর্পনের দ্বন্দ্ব জড়িয়ে থাকবে।


মিরপু,র, ঢাকা
অক্টোবর ১৩, ২০২২, সকাল ৭টা