গতানুগতিক ও প্রথাগত জীবনের
ভূগোল থেকে দূরে
অথচ পলাতক হতে চাই না।
জ্ঞানের সমুদ্রের সন্ধানে,
ডুব দিতে চাই
প্রসাধনীর মতো যা উঠে যাবার ভয় নেই


ফাঁস হওয়া প্রশ্নপত্রের মতোই
মা যেমন সন্তানদের পড়ে ফেলেন নিমিষেই;
সিজারিয়ান মহিলার
পেটের সেলাইয়ের মতো
রেললাইন যেমন চলে যায় বস্তির উদর চিরে;
জীবনকে আমি তেমনটাই চাই


মৃত্যু আছে মানে জীবন আছে
বিশ্বাস আছে মানে অবিশ্বাসও আছে
বিশ্বাস ও অবিশ্বাস, আস্থা ও অনাস্থা,
অমৃত ও গরল
এমন কতিপয় বাইনারির দ্বন্দ্ব আছে চলমান
একটি উপসংহার চাই, যা নিশ্চিত


মার্চ ২৪, ২০২২
মিরপুর, ঢাকা
সন্ধ্যে ৭টা