চূড়ান্তভাবে ব্যর্থতার দায়ভার
আমি কারো উপরে চাপাতে চাই না
তোমাদের উপর না
এমনকি তোমার উপরও না;


নিন্দে করার অন্য
বিধাতাই একমাত্র জায়গা
সব সয়ে যিনি নীরব থাকেন
প্রতিউত্তর হয়তো একদিন দিবেন;


ঈশ্বর যদি সাম্যবাদি হতেন
যার যার পাওনা বুঝে পেতেন
আমার কোন আক্ষেপ থাকতো না
তাকে পুজিবাদের তীর্থ স্থান মনে হতো না;


অহংকারি ঈশ্বর আক্ষেপ বোঝেন
অভিমান বোঝেন
তীব্র ক্ষোভ, হতাশা, আশা, ভরসা, সব স-ব বোঝেন
কেবল ধৈর্য হারা মানুষের সংখ্যা গুনেন;


আমি ঈশ্বরের কেউ না
বেখেয়ালি খেলার খেয়ালি গুটি
কোন একদিন ছিল ঈশ্বরের ছুটি
ইচ্ছে করেই সভ্যতার অসভ্যতা সৃষ্টি;


ঈশ্বর ছড়িয়ে পড়তে চান
উপস্থিত থাকতে চান
সদা, সর্বদা
সর্বত্র এবং নিমগ্ন;


কক্সবাজার
নভেম্বর ০৭, ২০১৮