বিপণন কৌশলে
বিক্রি হয় চাঁদের আলো, বাতাস, নিঃশ্বাস
প্রেম ভালবাসা এবং স্বস্তির আশ্বাস;
কতদিন চাঁদের আলোয় একসাথে বসা হয় না, হারিয়ে যায় একে অপরের বিশ্বাস।


হাট বাজার, পন্যের মার্কেট, লেবার মার্কেট
সবই বিক্রি হয়, মানুষ, কুকুর, ছাগল,
বিক্রি হতে না পারা মানুষগুলো, সত্যিই পাগল;
দাম বেশী, অনুগত কুকুর, মাংসালো ছাগল,এবং মানুষ চাটুকারিতায় অনর্গল।


ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, আধুনিক ফ্যাশন
রাত্রি যাপন প্যারাডাইস অশান;
আজ ঢাকা, কাল বাদে পরশু মিটিং ইউএসএ
এসব পেলে প্রশ্ন নেই, নিজেকে বিকোতে লজ্জা কিসে?


আধুনিক ডিভাইস, কৌশলী হিপক্রেসি আর জ্ঞানের বিজ্ঞাপন
তিন এর সমন্বয়ে একক স্বার্থের বুনন;
ভাবে প্রকাশ কাজের চূড়ান্ত গতি
আদতে, কাজের পরিধি থাকে স্বার্থনীতি এবং কুপোকাত নীতি।


ন্যায্যতার মোড়কে খাপ খাওয়ানোর নীতি
দিন শেষে আনুগত্যই সব, নয়তো এখানেই ইতি;
টাকা, ডলার, ইয়েন, রূপি, নেই একক ইউনিটি
মানুষ বিপননে আছে বৈশ্বিক ইউনিট, লয়ালিটি।


মার্চ ০৭, ২০১৮
কক্সবাজার