চিরচেনা আকাশটা আজ
খুব অচেনা লাগছে, গাঢ় নীল রঙ
ধূসর বর্ণ ধারন করছে;
সময়ের বীভৎসতায় আকাশের অভিমান
জীবনের ছন্দপতন!!


লাল, নীল, কালো, হলুদ, সবুজ…
এর মতো ‘বীভৎসতা’
কোন রঙের নাম নেই কেন?
সময়ের বীভৎসতা কি রঙের হয়
কি নাম দেয়া যায় ? জানি না ।


প্রকৃতির শৃঙ্খলার সাথে
জীবনের মনোমালিন্য
তাই জীবনের কোন স্থায়ী রঙ থাকে না;
জীবনের রঙ নেই
বীভৎস সময়েরও কোন রঙ নেই।


অসীমতা, শুন্যতা, বিষণ্ণতা
একাকীত্ব ………
কোন কিছুরই রঙ নেই, অস্তিত্ব আছে;
থাকলে খুব ভাল হতো
রঙের খেলায় মেতে উঠতে পারতাম ।


সুসময়য়ের রঙ থাকে
হালকা মায়াবী আবেশ জড়ানো
একটা ছড়িয়ে পরা আভা;
দুঃসময়েরও আলাদা একটা রঙ আছে
কেবল বীভৎস সময়ের কোন রঙ নেই, থাকলে ভাল হতো ।


কক্সবাজার
অক্টোবর ২৩, ২০১৮