দেরীতে আসা বৃষ্টির জন্য
অপেক্ষা করো না
বরং ভালো হয়, বৃষ্টিকে উপেক্ষা করার
শক্তি অর্জন করা;
কষ্টকে মরুভূমির চিত্রকল্প বানিয়ে ফেলো
ভাল থাকবে, সুখে থাকবে ।


সব অস্বীকার করো
আত্মসমর্পণ করো
তারপর আবার চেষ্টা করো;
শুকনো রুটিগুলো জমিয়ে রাখো
চোখের পানিতে ভিজিয়ে খেতে পারবে
অশ্রুপাতের জলে গোসল করে নাও
শুদ্ধ হতে পারবে।


অভিজ্ঞতা থেকে উদাহরন নাও
নিরাশা থেকে শক্তি সঞ্চয় করো
শেষ রাতে ফিরে আসার উদ্যোগী হও;
একটি স্বচ্ছ ভোর
অপেক্ষা করছে তোমার জন্যই;
যৌবন ফিরে আসে না, জীবন থেমে থাকে না
শেষ উদ্যোগটি অসফল হয় না ।


সেপ্টেম্বর ১৫, ২০১৮
কক্সবাজার