আমি কত কি
ছুঁয়ে দিতে চাই !
আকাংখাগুলোকে ছুঁতে চাই
স্বপ্নগুলোকে ছুঁতে চাই


বাঁধনহারা জীবনকে ছুঁতে চাই
ইচ্ছের ঘুড়ি দিয়ে আকাশ ছুঁতে চাই
হৃদয় দিয়ে মানবতা ছুঁতে চাই
আবার তোমাকেও ছুঁতে চাই


আমি ঈশ্বরকে ছুঁতে চাই
বিজ্ঞানকে ছুঁতে চাই
বৈপরীত্য বোধকে ছুঁতে চাই
আবার যন্ত্রনাবিহীন সময়কেও ছুঁতে চাই


আমি জ্ঞানের উচ্চতায় পাহাড় ছুঁতে চাই
সহনশীলতায় সমুদ্র ছুঁতে চাই
অসাধারনের মধ্যে সাধারন ছুঁতে চাই
আবার বিলাসী জীবনকেও ছুঁতে চাই


কিন্তু কোনটাই ছুঁয়ে দেয়া হয় না
ছুঁয়ে দেয়া যায় না
তেল আর জল মিশে না
তোমার শহরে আর যাওয়া হয় না


মিরপর, ঢাকা
সেপ্টেম্বর ১২, ২০১৯