ইদানিং অনুভূতিগুলো
লুকিয়ে রাখি
কারো সাথেই শেয়ার করতে ইচ্ছে করে না
এমনকি নিজের সাথেও না
অনুভূতিগুলো চোখের সামনে থাকলে আরো বেশী
ভয় পাই
বিমর্ষ হয়ে পড়ি
অনুভূতির সকল দরোজা জানালা বন্ধ করে রাখি
দম বন্ধ হয়ে আসে, গুমোট লাগে, তবুও…


ভাল থাকা বা না থাকা
কোনটাই বিচলিত করে না
কেউ যখন জিজ্ঞেস করে “কেমন আছেন”?
এড়িয়ে চলি
কখনো বা মেকি উত্তর দেই, “এইতো আছি ভালই”
কিছু একটা আড়াল করতে চাই সব সময়
আমার এখন কিছুতেই কিছু যায় আসে না
ভাল থাকা কিংবা মন্দ থাকা
কোনটাই আর আলোড়িত করে না
মৃত লাশ যেমন নির্বিকার থাকে
অনেকটা তেমনই করেই কাটে আমার দিন


ইচ্ছে করেই খুব ব্যস্ত থাকি
ব্যস্ততার ভান করি
দমিয়ে রাখা অনুভুতিগুলোর সাথে যখন পেরে উঠি না
তখন আরো বেশী ব্যস্ত থাকি
নিজেকেই নিজের সময় দেয়া হয় না
ইচ্ছে করেই সময় রাখি না
অনুভুতিগুলোকে অতল গহ্বরে চাপা দিতে চাই
নিজেকে সব সময় লুকিয়ে রাখি, নিজের কাছ থেকেই পালিয়ে রাখি
ব্যস্ততা সেচ্ছাক্লান্তি তৈরি করে


সুখী মানুষ দেখতেও খুব বিরক্ত লাগে
উচ্ছাস, আনন্দ প্রকাশকে অহেতুক মনে হয়
উচ্ছসিত মানুষকে মনে হয় ঈর্ষা করি
ভীষন রেগে যাই অকারনেই
রাগের কোন উৎস থাকে, কারনও থাকে না
ঝুকিপূর্ন আচরন বাড়িয়ে দেই
এক প্যাকেট থেকে দু প্যাকেট সিগারেটেও আজকাল আর হয় না


ভাবনাগুলো জট পেকে যায়
অস্পষ্টতায় দিন কাটে
নিজের সাথেই অবিন্যস্ত কথোপকথন
টলমলে যুক্তি ও নিয়ন্ত্রনহীন আবেগ
সিদ্ধান্তহীনতার কাছে অসহায় আকুতি
অতৃপ্ত আত্মা সৃজনশীলতাকে গিলে খায় ক্রমাগত
ধীর পায়ে নির্বিঘ্নে হানা দেয় প্রতিদিনের শ্লথ গতি


এককেন্দ্রীকতা থেকে অন্তরমূখীতা
অবহেলিত সামাজিক সম্পর্ক
অবশেষে একাকীত্ব
অপেক্ষা, কেবলই অপেক্ষা……


মিরপুর, ঢাকা
জুলাই ২৮,২০২০