তুমি ভাবতে পারো বেশ গুছিয়ে
বলতে পারো আরো বেশী গুছিয়ে
লিখতে পারো আরো,
আরো বেশী গুছিয়ে;
প্রানবন্ত করে, কল্পনার রঙয়ে রাঙিয়ে।


আমি তন্ময় হয়ে থাকি
চোখের পলক না ফেলেই তাকিয়ে থাকি
লেখাগুলোর পৃষ্ঠা খুলে রাখি, রাতের পর রাত
কথাগুলো শুনতে থাকি
পিনপতন নিস্তব্ধতায়।


তুমি নিরবিচ্ছিন্নভাবে কথা বলতে পারো
কোন রকম বিরতী ছাড়াই;
মাঝে কোন ফিলিং শব্দ কিংবা
মুদ্রাদোষ থেকে না;
অপেক্ষমান দর্শক তোমার কথা শুনে
তোমার বাচনভঙ্গিতে মুগ্ধ হয়;
আমিও থাকি দর্শকদের মধ্যে একজন কিংবা ভিন্নজন।


তোমার গোছানো ভাবনা
কথা বলার স্টাইল
পরিপাটি এবং মার্জিত ড্রেস
কোন অনুষ্ঠানের পরিকল্পিত পরিকল্পনা
এক কথায় সবই ভালো, অসাধারন!!!
শুধু একটি বিষয় ছাড়া


তখনই আমার ধ্যানভঙ্গ হয়
আমি ফিরে আসি
হতাশা নিয়ে
ফিরে আসি কিন্তু বার বার ফিরে যাই
ধ্যানভঙ্গ এবং ফিরে আসা
চলতেই থাকে......


মিরপুর, ঢাকা
জুলাই ০৪, ২০২২, বিকেল ৫টা