আলোচনা ৬৯


‘আশরাফুল মাখলুকাত’, কেমন থাকবে আগামীদিনে? জবাব জানা নেই! সৃষ্টির সেরা জীব পারেনি রাখতে সেরা পৃথিবীকে "  
কবিতার শেষটা কবি খুব চমৎকার ভাবে করেছেন, প্রশ্ন, শঙ্কা, ভয় এবং উদ্বিগ্নতা সব একসাথে একাকার। সৃষ্টির সেরা জীব এর এত অধঃপতন কেন? কেনইবা তারা আজ ব্যর্থ হল নিজের শ্রেষ্ঠত্ব বজায় রাখতে?


কবি ডঃ শাহানারা মশিউর তার কাব্য “দৃষ্টির আড়ালে’তে অল্প কথায় অনেক প্রশ্নের জন্ম দিয়েছেন, ভবিষ্যৎ আশংকা নির্মাণ করেছেন বর্তমানের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে, সৃষ্টির সেরা জীব “আশরাফুল মাখলুকাত’ এর বিশেষণকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন এবং সর্বোপরী মহাসৃষ্টির মাঝে মানুষের ক্ষুদ্রতাকে আরেকবার মনে করিয়ে দিয়েছেন।


“পৃথিবীর বুকে জ্বলন্ত অপরাধ বিস্ফোরণ”, বিশ্ব ব্যাপী আজ মারামারি, হানাহানি, আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে মানবতার বিপর্যয়, বোমার বিস্ফোরণে রক্তাক্ত শিশুর মুখ এবং আকাশে কালো ধোঁয়ার আবরণ, নিত্যদিনের রাজনৈতিক কৌশলে ভূলুণ্ঠিত মানবিক আবেদন। “আশরাফুল মাখলুকাত” এর দায়িত্ব ছিল, পৃথিবীকে বাসযোগ্য করে তোলা, শ্রেষ্ঠত্বের বিচারে কর্তব্য ছিল মানবতার কাঠামোতে সকল সৃষ্টির জায়গা দেয়া কিন্তু মানুষ তা পারেনি, পরাজিত ‘আশরাফুল মাখলুকাত’ সত্ত্বা ।


আমার নিজের কাছে অসাধারণ মনে হয়েছে কবিতাটি, অল্প কথায় অনেক কথা বলার দক্ষতায় আমি অভিভুত। কবি ডঃ শাহানারা মশিউর কে, অভিবাদন।