প্রতিদিন সূর্য উঠে
আলো ঝলমলে হেসে উঠে পৃথিবী
দ্বিধা নিয়ে ফিরে যায়, মিলিয়ে যায়
প্রবেশের অনুমতি নেই, অপেক্ষায় আরেকটি দিন কাটায়;


শ্রীকান্ত, রবীন্দ্রনাথ, সতিনাথ
সুরের ধারায় মাতিয়ে রাখে
সিগারেট এর ধোয়ার কুণ্ডলীর পাকে
এক পলকে সময়ের ভ্রমনে থাকে।


হৃদয়ের ক্ষুধায় লুকিয়ে
মুক্তি পায় নিরপরাধ হাসি;
শরীরের চাওয়া গুলো সময়ের ব্যাংকে জমা থাকে
সুদে আসলে ফিরে আসে কোন এক ফাঁকে ।


প্রায়শ্চিত্তের অনলে পোড়া মন
ব্যস্ততায় দিন কাটে যেমন তেমন
শুধুই শুধুই আত্মসমর্পণ
বেখেয়ালি ঈশ্বর, খুবই কৃপণ।


বিষণ্ণতার সরাইখানায়
নিজেকে সঠিক মাত্রায় খুঁজে না পায়;
ভবিষ্যতের জরাক্রান্ত পথে যাত্রা
দশ ফিট দিশ ফিট, এক সূচনা মাত্রা ।


সেপ্টেম্বর ২১, ২০১৮
কক্সবাজার