দু’ দুবার রক্তক্ষরন
              -সরদার আরিফ উদ্দিন


জীবনে দু দুবার রক্তক্ষরন হল
দুবারই কারণটা তুমি;
প্রথমবার, এলে কিন্তু খুব দেরীতে যখন
দ্বিতীয়বার, থেকেও নেই আমার, এখন ।


অনেকবার কেটে ছিঁড়ে হয়েছে রক্তের হরন
ভয় পাইনি, সেটা ছিল না রক্তক্ষরন ;
শতবার রক্ত দিয়েছি, মৃত্যু পথ যাত্রী করেছে বরন
সেচ্ছা রক্তদান, সেটাও ছিল না রক্তক্ষরনের কারন।


কতবার মিছিলে বলেছি, একেছি আলপনায়
রক্তের বন্যায়, ভেসে যাক অন্যায় ;
সাহসী ছিলাম, সেটা ছিল প্রতিবাদের ভাষা
কিন্তু রক্তক্ষরন, নেই আর বেঁচে থাকার কোন আশা ।


রক্তদান এক মহান মানবিক দৃষ্টিকোণ
রক্তক্ষরন পুড়ে ছাই করে দেয় মন;
রক্ত দিলে পূরণ হয় প্রকৃতির নিয়মে, ক্রমান্বয়ে
ক্ষরন হলে, হৃদয় ভাঙ্গে, মন পুড়ে ধীরে, খু-উ-ব ধীরে ।


---১৭.০৯.২০১৭