মসজিদ নির্মাণ, পুনঃনির্মাণ
কিংবা ভেঙে ফেলা হয়
শ্রদ্ধা ভক্তিতে মাথা নত রয়;
তারপরও আমি সপ্তাহে
দুদিন উপোষ থাকি ।


মন্দিরে প্রতিদিন ভোরে আরতি
সন্ধ্যায় পুজো অর্চনা
ফুল,ফল, পত্র, জল বিতরণ
প্রত্যাশায়, প্রতিজ্ঞায়, মুষ্টিবদ্ধ পণ;
তবুও আমি উপোষ থাকি ।


সপ্তাহে দুদিন ছুটি
ছন্দের তালে অর্ধউন্মুক্ত বক্ষ দোলে
রক্তে উল্লাসের ঢেউ তোলে
নিরপরাধ রাত্রির মুগ্ধতা কাটে রঙিন জ্বলে;
আমি দুদিন উপোষ থাকি।


গির্জায়, মসজিদে, মাজারে
সাপ্তাহিক প্রার্থনার উৎসব
পাপ মচনের হুড়োহুড়ি; রমজান,
ঈদ, পূজা পার্বণে দান খয়রাতের বাড়াবাড়ি;
তবুও আমি দুদিন উপোষ থাকি ।


রাজনৈতিক হিসেবে, কৌশলে
মানবতার পতাকা পতপত করে উড়ে
হিংসা, ঘৃণায়, আহংকারে
কারো কারো হৃদয় পোড়ে
কেবল, আমি দুদিন উপোষ থাকি ।


উপোষে উপোষে দিন পার করি
দারিদ্র সীমার অনেক নীচে বসবাস করি
ক্ষুধাকে বুক পকেটে লুকিয়ে রাখি
টোকাই, পথশিশু, পথকলি নানা নামে
আত্মঅহংকারে মরি ।


অক্টোবর ০৬, ২০১৮
কক্সবাজার