অবশেষে জীবনের একাউন্টসে
গরমিল থাকবেই
ডেবিট ক্রেডিট অমীমাংসিত
আমি যেমন জানি
তিনিও জানেন


প্রকৃতি অপূর্নতা চায়
বিজ্ঞান মনস্কতা সচ্ছতার দাবী তোলে
আদতে মুখোশের আড়ালে
সুখের নিবিড় চাষ চলে
তিনি চলেন আপন তালে


প্রত্যেক প্রাপ্তির একটি
সীমানা বেধে দেয়া আছে
অপ্রাপ্তির নেশা অগোছালো
তিনি নিশ্চুপ থাকেন
তখনো ছিলেন, এখনও


বিজ্ঞানের নানা রূপ
সত্য মিথ্যের দোটানা
নাস্তিক আস্তিকের দ্বন্দ
কেউ কেউ হতবিহবল
তিনি মুচকি হাসেন


সন্দেহের ভীড়ে থাকার চেয়ে
বিশবাসের দূরত্তে থাকা ভালো
সমাধান এখন
নয়তো কাল অবশ্যম্ভাবী
তিনি একমাত্র প্রজ্ঞার অধিকারী


এপ্রিল ২৮, ২০২২
মিরপুর, ঢাকা
সন্ধ্যে ৭টা