এক ফোঁটা দুধ নেই
মায়ের বুকে;
রোহিঙ্গা শিশুটি
ঘুমের মধ্যেও স্তন খুঁজে ফেরে।

এক ফোঁটা সুখ নেই
রাজনৈতিক ব্যক্তির বাড়ীতে;
বেড়ে উঠা ছেলেটি
পার্টি শেষে মধ্য রাতে বাড়ি ফেরে ।

এপ্রিল ২৪, ২০১৮
কক্সবাজার