প্রতিদিন সকালে
স্বপ্ন নিয়ে জেগে উঠা নয়;
বুকের ভেতরেই জমা থাকে, রক্তে মিশে থাকে
নিঃশ্বাসের সাথে বেলুনের মত ফুলে উঠে আবার চুপসে যায়।


স্বপ্নগুলো বড্ড একরোখা
ধরা পড়তে চায় না;
স্থায়িভাবে মুছে দেয়ার অনুমুতি দেয় না
আবার ওজন বহন করার শক্তিও থাকে না।


বিত্তের কষাঘাতে জর্জরিত প্রতিনিয়ত
বৃত্তবন্দী স্বপ্নগুলো থাকে ক্ষুধার্ত;
অপেক্ষায় থেকে থেকে কখনো পরাজিত
নীতি সম্ভ্রম বাঁচিয়ে রেখে, সামর্থ্যের বিবেচনায় নিয়োজিত।


একরোখা স্বপ্নের
অল্প কিছু উদাহরণ, বিজয়মাল্যে বরণ ;
একরোখা স্বপ্নের
শতকোটি মৃত্যু, মূর্খ বাস্তবতাই একমাত্র কারণ।


স্বপ্নে ‘স্বপ্ন’  বাঁচে,  না হয় ঘূর্ণিপাকে
আস্থার ছোঁয়ায়, স্বপ্ন সবল থাকে
উষ্ণতার আলিঙ্গনে স্বপ্ন ছোটে
একরোখা স্বপ্নগুলো বার বার ফিরে আসে।


একরোখা স্বপ্নগুলো নিরহংকারী হয়
আপোষকামী নয়;
বাস্তবায়নে একটু দেরী হয়
শেষে কৌশলী হয়, ‘জয়’ ভিন্ন অন্য কিছু নয়।


অগাস্ট ২৩, ২০১৮
মিরপুর, ঢাকা