একটি সাদা কাগজ, একটি আতঙ্ক, একটি দায়বদ্ধতা, একটি সীমাবদ্ধতার প্রতীক। ভাষার সীমাবদ্ধতা দারুন ভাবে মর্মাহত করে বিষণ্ণ ঐ যুবককে!! সঠিক শব্দ খুঁজে না পাবার কষ্ট, ভাবনাগুলো প্রতিফলিত করতে না পারার যন্ত্রণা, মানবিক দায়বদ্ধতা ছড়িয়ে না দেয়ার অক্ষমতা এবং অনুরণনে পরিবর্তনের আবেদন সৃষ্টি করতে না পারার দুঃখবোধ… সবই ভাষার সীমাবদ্ধতা  নাকি নিজের অক্ষমতা, বার বার ভাবায়, টেবিলে সাদা কাগজ দেখলেই আঁতকে উঠে, সমাধান খুঁজে পায় না, মর্মাহত দিন কাটে ……সাদা কাগজ মানুষের  দ্বারে দ্বারে ঘোরে, অপেক্ষা করে, প্রত্যাশা করে, খুব কম সময়েই উল্লসিত হয়, ফিরে আসে নিশ্চুপ আবেদন নিয়ে।


বিষণ্ণ যুবক আর সাদা কাগজ দুজনেই অপেক্ষারত, একটি সময়ের জন্য………


কক্সবাজার
নভেম্বর ১৭, ২০১৮