দীর্ঘদিন একটি
ভুল শহরে ঘোরাফেরা,
ঈশ্বরের হাত পড়েনি, চোখ তুলে তাকায়নি
এলোমেলো রাস্তা,
কারো সযত্ন আঁচড়ে
বাতাসে উড়া চুলগুলো শান্ত থাকে;
ভুল মানুষের শহর
কষ্টগুলো নীরবে ঝড়ে
কিছু কথা থাকে আড়ালে
মানুষগুলো তারপরও এই শহরে!!


সব ভুলে আকাশের সীমানায়
খণ্ড খণ্ড মেঘগুলো
উড়ে বেড়ায় নিজের সক্ষমতায়;
মহাপরিকল্পনার হিসেবী ছলনা
সময়ের অসময়ে কান্না
জীবনের দুর্বোধ্য কবিতা
কেউ বুঝতে পারে না
কেউ মানে, কেউ মানে না  
ভুল করেও বৃষ্টি দেখা যায় না
ভুল শহরে অস্থায়ী ঠিকানা ।


ঈশ্বর এ শহরে আসে না
কেউ একজন
থাকতে চেয়েও পারে না;
হৃদয়ের অবুঝ বায়না
গভীরে শুন্যতা
স্বপ্নগুলো বাঁচিয়ে রাখা যায় না;
ফালি ফালি চাঁদের আলোয়
পথ দেখা যায় না
ভুল শহরে থাকা
ফিরে যাওয়া যায় না।


সেপ্টেম্বর ১১, ২০১৮
কক্সবাজার