রাতের সাথে কষ্টের মিশ্রন
দীর্ঘ থেকে দীর্ঘতর হয়
দিনেরা আনন্দ উল্লাসে পাগলপ্রায়
আমি হাটতে হাটতে শৈশবে ফিরে যেতে চাই
যেখানে ভুলেরা নিষ্ক্রিয় ছিল
জীবনের অর্ধেক আকা ক্যানভাসটা খুব দেখতে চাই


একটা শৈশব দিবস থাকলে
খুব ভালো হতো
বড় হতে গিয়ে যেটা হারিয়ে ফেলেছি
পুরুষালি দুপুর আর রোদের প্রতিভার ভাজে যা ক্রন্দনরত
প্রতিবছর একবার দেখা হতো


আমার কষ্ট আছে কিন্তু কোন ব্যাথা নেই
আমার জীবন আছে, প্রান নেই
সুস্থতার মেডিক্যাল সার্টিফিকেট থাকলেও
ক্লান্তি ঘন নিঃশবাস
ব্ল্যাক কফি আর সিগারেট আমার প্রিয় খাবার


পৃথিবীর হিসেবে আমি এখনো প্রবীন হইনি
কিন্তু জীবনের বয়স বেড়ে গেল কিভাবে
ধর্ম পুস্তক কেবল বানী শোনায়
হিসেব দেয় না
আমি অনুসন্ধানে ক্লান্ত
উপভোগে পরিশ্রান্ত


কবরস্থান আমার ভ্রমনপ্রিয় স্থান
নিদ্রামগ্ন এপিটাফ
মূর্খ মানব, পাঠ করো
তোমার প্রভুর নামে, যিনি
তোমাকে সৃষ্টি করেছেন রক্ত বিন্দু থেকে
আকাশ ভর্তি এক বিষ্ময়
তখনো ঘোর কাটে না
একটি ভুল জীবনে অবগাহন
এলোমেলো ধূসর ভাবনা


মিরপুর, ঢাকা
জুলাই ২৩, ২০২২, সন্ধ্যে ৭টা