ভেবেছিলাম চলে যেতে হবে না
তোমার চাদরের নীচে ওম আছে;
থেকে যাওয়ার আহবান পিছে
নিঃশ্বাসের মাদকতা আর মিশে যাবার টান কাছে।

অস্থির সময় কাটে
রাতটুকু ভোরের অপেক্ষায় থাকে;
ভাবনায় ছন্দপতন, নিশেহারা মন
রক্তের শিরায় টান, ঘটেনি অঘটন।

ভোর শেষে সকালের ব্যস্ততা
উন্মুক্ত চাহনি, এড়িয়ে চলার অভ্যস্ততা;
দুপুরের অপেক্ষা , ক্লান্ত সময়ের দাবী
টিভিতে হিন্দি সিরিয়াল, যতসব হাবিজাবি।

অবসন্ন বিকেল, চারদিকে শুন্যতা
স্ফিত বক্ষের উস্কানি, শরীরের দোহাই আদ্রতা;
মালিকানার দাম্ভিকতা আর উপেক্ষা
রাতের পর দিনও শেষ হল, পুরোটাই বাস্তবতা।

চাওয়াটুকু অপূর্ণ থাকে, অনাদায়ের ফাঁকে
ফিরে যাবার তাগিদ আসে, ম্যাসেজ বক্সে একে একে;
ফিরে যেতে হল, জায়গা নেই
অপেক্ষায় থেকেও, না পাওয়ার কোন অর্থ নেই।


ফেব্রুয়ারি ২৪, ২০১৮
কক্সবাজার