তার ইশারায় কেঁপে উঠি
উপমায় আত্মা কাঁদে
ইতিহাসের পরতে পরতে নিদর্শন
বারংবার হুশিয়ারি
সহজ ও সরল দিক নির্দেশনা
তবুও বিপথে চলা।


পাগলা বাবার গানে
ধ্যান মগ্নতা
সুরের মূর্ছনায় তন্ময় ভোর
রাতের গভীরতায় উদ্দ্যাম ব্যালে ডান্স
কোন এক বিপর্যয়ে হুশ ফেরে
আবারো খাঁদের কিনারায় যাত্রা।


ক্রমাগত হুশিয়ারি দিয়েই যাচ্ছেন
প্রেম পর্বের,পূজা পর্বের সুরের
মূর্ছনার নেই শেষ
গভীর ধ্যান মগ্নতায় ইয়োগা
শরীর যন্ত্রকে টিকেয়ে রাখতে দৌড়ঝাপ
অথচ, সহজ ও সরল পথের অবজ্ঞা!!


ফিরে তো যেতেই হবে
আর ফেরা হবে না
অনুশোচনা আর অনুতপ্ত সময়ের অবগাহন
সময়ের অবজ্ঞা
সময়ের পরিনতি
এখনো সময় আছে হে মানব প্রজাতি!


মিরপুর, ঢাকা
জুন ৩০, ২০২২, সন্ধ্যে ৭টা