ঈশ্বরের দাম্ভিক হাসিতে
মুগ্ধ হই না কখনোই
মাথা নত করি, হার মানি
পরাজিত হই বার বার
অবাক বিস্ময়ে তাকাই আবার।


ঈশ্বরের সাজানো খেলায়
আহত হই, ভেঙ্গে পড়ি
কাছে পেয়েও সবই হারাই
না পাওয়াগুলো প্রতিক্ষার বক্সে রাখি
পেয়ে হারাবার ব্যাথা গোপনে আঁকি ।


ঈশ্বরের অসীম ক্ষমতায়
বিস্ময় প্রকাশ করি
হিসেব মেলে না
মেলাতে গিয়ে হোচট খাই
ক্ষুদ্রতার স্মরণে নিজেকে পাই।


ঈশ্বরের শর্তহীন নীরবতায়
প্রশ্ন করি, আক্ষেপ করি
অন্তহীন সময়ে উত্তরের অপেক্ষা করি
ভুল করি, ভুলেও পরি
সসীম জীবন সীমানায় শুধু খুঁজেই ফিরে


যুক্তির সীমানায় ঈশ্বর থেকে না
বিজ্ঞানের সমীকরণ ঈশ্বর পরোয়া করে না
প্রমানের অপেক্ষা ঈশ্বর মানে না
ইতিহাস পেরিয়ে গেলেও ঈশ্বর হারায় না
অনুভবে ঈশ্বরের অস্তিত্ব মন থেকে যায় না


অগাস্ট ১৫ ২০, ২০১৯
কক্সবাজার