হালকা বাতাসে মেঘ সরে গেলে
পাহাড়ের উচ্চতা
ফুটে উঠে, পুলকিত হই
ঈশ্বরের সৌন্দর্যে বিস্মিত হই।


উঁচু নিচু লতানো বাঁক
মাঝে একটু খাঁদ
হারিয়ে যাবার আশংকা থাকে
এক পলকে পিলে চমকে উঠে ।


সমতল ভুমির মধ্যস্থানে
থাকে চোরাবালির অবস্থান
অল্প গভীরতায় যেন তীর্থস্থান
হঠাৎ উকি দিয়ে সৃষ্টি করে মরুস্থান।


পাশাপাশি দুটি নীল সমুদ্রের একাত্মতা
ঈশ্বরের নির্মাণ শৈলীতে শুধুই মুগ্ধতা
সৈকতে ছড়ানো ভোরের স্নিগ্ধতা
রক্তের শীতল প্রবাহে কাতর আবাল-বৃদ্ধ-বনিতা।


ঝর্ণাধারায় কলকল ধবনির মেলা
হৃদয়ে অবিরাম ভাঙা গড়ার খেলা
প্রায়গিক দক্ষতায় শ্রুতিমধুর চৌষট্টি কলা
ঈশ্বরের সৃষ্টি ভাবনা অতুলনীয় একবাক্যে যায় বলা।


লতানো পাতার জড়ানো পরশ
জেগে উঠে পেশীবহুল পাহাড়, গতকাল যে ছিল নীরস
মধ্যরাতের ঝাকুনিতে কেঁপে উঠে আরশ
ঈশ্বরের স্মিত হাঁসিতে, হার মানে জাগতিক পৌরুষ ।


সেপ্টেম্বর ২৯, ২০১৮
কক্সবাজার