যন্ত্রনাদগ্ধ সময়ে
আত্মার গভীরে চুপচাপ ঘুমিয়ে থাকি;
অভিযোগ নেই
অভিমানও নেই
শুধু একটি কাতর প্রশ্ন আছে
ঈশ্বর কেন বলেনি আগে এসব!!


ভালোবাসার তীব্রতার ভেতর
দহন জায়গা করে নেয় প্রতিনিয়ত
বিস্ময় আছে
আকাঙ্ক্ষা আছে
তবুও একটি প্রশ্ন থাকে
ঈশ্বর কেন বলেনি আগে এসব!!


জীবনের ভাঁজে ভাঁজে দাসত্ব
কান্নার মসৃণ প্রণয় দিগন্তে ভাসে
মুক্তির বাসনা থাকে
ফির যাবার তাড়না বুকে
তবুও একটি প্রশ্ন থাকে
ঈশ্বর কেন বলেনি আগে এসব!!


অধিকারহীন দিনযাপন সূর্যালোকে
স্বপ্নে স্বপ্নে জীবিত থাকে
চিবুক ভিজে গেলে
আত্মা কেঁপে উঠলে
তবুও একটি প্রশ্ন থাকে মনে
ঈশ্বর কেন বলেনি আগে এসব!!


কোন একদিন ঈশ্বরের
কাছাকাছি হবো
তখন কি এসব প্রশ্নের উত্তর চাইবো?


ডিসেম্বর ৯, ২০২২, সকাল ৭টা
মিরপুর, ঢাকা