তুমি চাইলে
জীবন একটা গল্প হতে পারতো
একটা স্বপ্নময় বিকেল থাকতো
মুঠো মুঠো সুখ কুড়ানো যেতো


তুমি চাইলে
কাছে থেকেও দূরত্ব হতো না
দহনে দহনে দিন কাটতো না
বিচ্ছিন্নতাবোধ আক্রান্ত করতো না


তুমি চাইলে
প্রতিটি দিন একটি সম্ভাবনা হতো
একটি ভোর একটি যাত্রার সূচনা হতো
পরস্পর পরস্পরের আশ্রম হতো


তুমি চাইলে
দ্বারে দ্বারে ঘুরতে হতো না
মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডায় সুখ খুঁজতে হতো না
রাতের গভীরতায় লাল নীল পানির আসর বসতো না


শুধু চাইলেই হতো
আস্থা আর বিশ্বাসটুকু রাখলেই হতো
সন্দেহ থেকে মুক্ত থাকলেই হতো
জীবন একটা গল্প হতে পারতো


মিরপুর, ঢাকা
জুলাই ০৯, ২০২২, রাত ১০ টা