সারাদিনের ক্লান্তিতে
শরীর যেমন ঘুম চায়
জীবনের ক্লান্তিতে
মৃত্যও প্রয়োজনীয় হয়ে ওঠে।


ভালোবাসার ক্লান্তিতে
একাকীত্বের দরকার হয়
ভাবনার ক্লান্তিতে
বিচ্ছিন্নতার প্রয়োজন হয়।

যৌবনের ক্লান্তিতে
বার্ধক্যের আগমন হয়
বিশবাসের ক্লান্তিতে
সন্দেহ দানা বাধে।


ঘুমের ক্লান্তিতে
নির্ঘুম রাত্রির আগমন হয়
ভোরের ক্লান্তিতে
মধ্যদুপুরের তাপ সহ্য করতে হয়।


ভাললাগার ক্লান্তিতে
দূরেই থাকতে মন চায়
কাছে থাকার ক্লান্তিতে
অদৃশ্য থাকার ইচ্ছে হয়।


মিরপুর, ঢাকা
জুলাই ০১, ২০২২, দুপুর ৩ টা