মানুষের জীবন
আসলে; নিদ্রাহীন পথিকের আয়ুস্কাল
ক্রমাগত প্রহরায়
সযত্নে লালন করতে হয়;অন্যথায়
গীরিখাদের নীচের অলিতে গলিতে
জীবন চলে খুড়িয়ে খুড়িয়ে


জীবনের চিরচেনা কোন পথ নেই
পুরোটাই অচেনা
আজীবন; পরিচিতের মধ্যেই অপরিচিত
টিলার পরে টিলার মিছিল
মিছিলে মিছিলেই আয়ুস্কালের সমাপ্তি


সময়ে অসময়ে হোচট খাওয়া
চেনা মানুষের কাছেই অস্পষ্ট হয়ে ওঠা
জীবনের সাথে আলিঙ্গন; যেন বা
সেতু বন্ধুন
অথচ; ছিন্নভিন্নের উপকথা পরতে পরতে
হৃদয়ের ক্ষরণ
যৌবনা ঢেউয়ের তোড়ে ভেসে যাওয়া


অভিজ্ঞতায় আচ্ছন্ন থেকে
শূন্যতাকে ছুয়ে দেয়া
একক সময়ের উদযাপন; কিংবা সারি সারি মেঘের কাছেই আত্মসমর্পন
হাল খাতার পৃষ্ঠা ওল্টানোই একমাত্র সম্বল
জীবন একটি নাটকের মোহড়া মাত্র


ভ্রান্তির বেড়াজালে বসবাস
আর্ত চিৎকারে নিঃসঙ্গতার বাসর
সময়ের ঘূর্ণিতে হামাগুড়ি খায় রাত এবং দিন
জাবরকাটা সময়ের উদযাপন
মেনে নিতে পারাটাই সুখ
মনে নিতে চাওয়াটা ক্যান্সারের মতো অসুখ


আসমান ভেদ করে আসে
তরবারির ভয়
জাগতিক চোরাবালির কাদায় বিস্ফোরন
চাওয়া পাওয়ার চিরন্তন এক অসাম্য
স্বপ্নের খেয়াজালে
গভীর রাতে জেগে ওঠা
নির্ঘুম রাত্রির সাথেই কাক ডাকা ভোর
জীবন এমনই, হয়তো কারো একটু ভিন্ন