অসত্যগুলো
জীবনের ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকে
সময়ে অসময়ে
হামলে পড়ে
নিখাদ অন্ধকার তৈরি করে।


সত্যগুলো
গাছের মত নিশ্চুপ দাঁড়িয়ে থাকে
সিগেরেট ধোঁয়ায় মিলিয়ে যায়
পলায়নপর মনোবৃত্তি
অসহায়ত্ব ভর করে কাঁধে।


একাকীত্বগুলো
সত্য মিথ্যের মাঝে মিত্রতা খোঁজে
আড়াল রাখে
মধ্যস্ততা করে নীরবে
ঝড়ের আলামতে অনির্দিষ্ট গন্তব্যে থাকে।


বিষণ্ণতাগুলো
গুন টানার মত
কাঁধে ছোপ ছোপ দাগ রাখে
শার্টের নীচে লুকিয়ে থাকে
হঠাৎ হাজির হয় কোন এক বাঁকে ।


বিশ্বাসগুলো
টোকাইদের মত হাত পাতে
জীবন্মৃত হয়ে টিকে থেকে
নিশ্চিত ভবিষ্যতের অনিশ্চয়তায় ভোগে
মন ছাড়া শরীর বেঁচে থাকে ।


কক্সবাজার
জানুয়ারি ১৮, ২০১৯