জীবনের ভুলগুলো
আমার মগজে বসবাস করে
একটু একটু করে
খেয়ে ফেলে আমার আয়ু প্রতিনিয়ত, প্রতিদিন
আমার কিছুই করার থাকে না
আমি  অসহায় বোধ করি


আমি নিরন্তর
ভুলের যাবর কাটি
প্রায়শ্চিত্ত করি
নিজেকে রক্তাক্ত করি
ভুলের ভাবনায়, আবার ভুল করি
আমি ভুলের চক্রে আটকে পরি
আমি ভীষন অসহায় বোধ করি


ওয়ান ওয়ে ট্রেফিক
ভুল শোধরানোর সুযোগ নেই
মধ্যরাতে, ভুলের আমক্রমনে
আমি দহনে পুড়ি
ঘুমোতে পারি না
জেগে থাকতেও আমি
অসহায় বোধ করি


ভুলে যেতে পারা
আল্লাহর এক আশীর্বাদ
আমি অনেক কিছুই ভুলে যেতে চাই
কিন্ত, পারি না
ভুলগুলো ভুলে যাতে চাই
ভুলের কারনগুলো ভুলে যেতে চাই
আমি ভীষন অসহায় বোধ করি


মার্চ ০৫, ২০২২
মিরপুর, ঢাকা