যখন দূরে অনেক দূরে
তোমাকে ছুঁতে চাওয়ার আকাঙ্ক্ষাগুলো
মনের ভেতর গুমরে মরে ;
কবিতার বইগুলোই আমায় সঙ্গী করে রাখে।

সেই যে, ছুঁইয়ে দেয়ার মুহূর্ত গুলো
একাকী মনে পড়ে
ইচ্ছেগুলো বার বার পেছনে ফেরে ;
কবিতা লিখি, স্মৃতি আঁকড়ে রাখি, অতীত তাড়া করে ।

কবিতার আবহে তোমায় আঁকি
ইচ্ছেগুলো আবার ডানা মেলে;
নিরন্তর অপেক্ষা
অনুভবে পাই, সান্নিধ্যের দু একদিন ছুটি পেলে ।

তখন ছিল, ছুঁয়ে দেয়ার আকাঙ্ক্ষা
এখন, ছুঁয়ে দেয়ার অপেক্ষা
কাল, ছুঁয়ে দেয়ার সক্ষমতা
তার পরের দিন, ছুঁয়ে দেয়ার ব্যর্থতা।

এভাবেই দিন এগোয়
আকাঙ্ক্ষার সময় থেমে থাকে
ঘড়ির কাটায় সময়ের শব্দ শুনি;
যখন থাকি, দূরে অ-নে-ক দূরে

মার্চ ১৫, ২০১৮
কক্সবাজার