জীবন জুড়েই
চোখের জল সংরক্ষিত ছিল
উত্তাল সময়ে সংরক্ষনের কৌশলটাও জানা ছিল
এখন তবে কি হলো?


প্রকৃতির নিয়মে কিছু
জল ঝরাতেই হয়
দুদিন আগে কিংবা পরে
কারনে কিংবা কারনের কারনে
মরনের আগেই এক জীবনে।


জল শুকোতে হয়
আগুনের উচ্চ ফারেনহাইট তাপে নয়তো কড়া রোদে
সময় যখন জেগে ওঠে বোধে
জীবন থাকে অ-নিরাপদে।


জলের সাথে কথা হয় নিভৃতে
লোকালয়ের বাইরে একাকীত্তে
আধ খাওয়া জীবনের কিছুটা বাকী থাকতে,
হৃদয়ের ক্লান্তিতে।


জলের সাথে একাত্ততা
জলের সাথেই মিশে থাকা
জলেই প্রশান্তি
জলেই থাকে প্রায়শ্চিত্ত অবসানের শান্তি এবং প্রাপ্তি।


মে ২৭, ২০২২
মিরপুর, ঢাকা
রাত ৮টা