জন্মেছিলাম তো মানুষ হয়েই
কিন্তু তা আর
থাকতে পারলাম কই!!


পরাজিত হতে হতে
শেষ পর্যন্ত বোধহয়
হারতেই বসেছি


কেমন করে সব শিখে গেলাম
মানুষের রক্তের স্বাদ নিয়ে
অনেক দূর এগিয়ে এলাম


শ্রম শোষনের হাতিয়ারটা
নিজের আয়ত্তে রাখার
কৌশলটা অজান্তেই শিখে গেলাম


মধ্যরাত অবধি রঙিন পানিতে বুদ হতে গেলাম
সমান্তরাল ফুটপাত ধরে হাটতে শিখলাম
ঘুমন্ত মানুষের গা মাড়িয়ে চলতে থাকলাম


কর্পোরেট সংস্কৃতি
সয়য়ের হিসেব কষে “ অপচয়” দেখিয়ে দিল
কবিতা লিখা, থিয়েটার করা, গল্প পড়া... সব হারিয়ে গেলো


লেখাপড়াও শিখেছিলাম
কারো পদলেহন, কারো গালে চড় থাপ্পর
কেমন করে সব দক্ষতা রপ্ত করলাম


এখন কি মানুষ আছি?
প্রশ্নটা প্রতি রাতে নিজেকেই করে যাচ্ছি
ফিরে আসার সব পথ এরি মধ্যে হারিয়েছি


জানুয়ারী ৭,২০২২
মিরপুধাক, ঢাকা