আসরে ৭০০তম কবিতা প্রকাশ (সেপ্টেম্বর ২০১৭ থেকে মে ২০২২ পর্যন্ত)


কাফনে কেন পকেট থাকে না
একটি প্রশ্নের
হাজারো উত্তর
লক্ষ কোটি সমাধান
ঘুচে শ্রেনী বৈষম্যের ব্যবধান
বাড়ে মানবতায় অবদান
কমে অনৈতিক আদান প্রদান
সেচ্ছাচারিতার অবসান
যুগে যুগে জন্ম নেয় মহৎ প্রান
মনোযোগ বাড়ে সুললিত কন্ঠের আযান


কাফনে কেন পকেট থাকে না
একটি দর্শন
হাজারো তত্ত্বের বিনির্মান
অসুস্থ প্রতিযোগীতার অবসান
ভেতরের পশুকে কোরবান
প্রতিনিয়্ত আত্মশুদ্ধির নির্মান
প্রয়োজন থাকে না যুদ্ধেবাজদের গোলাবারুদ, কামান
বিজ্ঞানের অগ্রযাত্রায় জ্ঞানের চর্চা সুমহান
অন্ধ নাস্তিকতায় জীবন বোহেমিয়ান
সব প্রশ্নের উত্তরে হাজির কোরআন


কাফনে কেন পকেট থাকে না
নানা তর্ক বিতর্ক
আস্তিক, নাস্তিক, সন্দেহবাদ, নির্বাকারবাদ
হালের ফ্যাশন নারীবাদ
বাদে বাদে বাদানুবাদ
সামন্তবাদ অতিক্রম করে মার্ক্সসবাদ
সাম্রাজ্যবাদের গর্ভে লালিত পুজিবাদ
অহংকারের সুউচ্চ কন্ঠে পরাশক্তির যুদ্ধবাজ
উত্তর লুকানো থাকে যেখানে জায়নামাজ
দ্বিধাহীন প্রশ্নে শুরুটা হউক আজ।


ফেব্রুয়ারী  ২১, ২০২২
মিরপুর, ঢাকা
সকাল ৭টা