যখন সন্তান ছিলাম
জীবনকে দেখেছিলাম;
যখন প্রেমিকা হলাম
জীবনকে উপভোগ করেছি্লাম।


প্রেমিকা থেকে স্বামী হয়ে গেলাম
ভারাক্রান্ত হলাম
আর যখন পিতা হলাম
জীবনকে হারালাম !!


যখন লেখাপড়ার হাতেখড়ি হল
কি হতে চাই, ভাবনা এলো;
ছাত্র হলাম
যুদ্ধ জয়ের নেশাগ্রস্ত ছিলাম।


ছাত্রত্ত্ব যখন শেষ হল
বিসর্জনের পালা ক্রমান্বয়ে ঘনিয়ে এলো
জীবন জীবিকা শুরু হল
নতজানু ‘আমাকে’ দেখা গেল।


কালের যাত্রায়
নিঃশেষিত প্রান;
মহাকালের আবর্জনার স্তুপে
জীবনের অবসান ।


অক্টোবর ০১, ২০১৮
কক্সবাজার