একটি কালো কালির
কলম ভীষণ প্রয়োজন ছিল আমার
অথচ আছে, লাল, নীল হলুদ……
হরেক রকম কালির কলাম
শুধু কালো কলমটাই নেই।


যা লিখতে চাই
লাল কালিতে লেখা যায় না
রক্তক্ষরণ হয়ে যায়
উদ্যম তালে খেই হারিয়ে ফেলি
আমার কালো কলম চাই, আজও নেই।


নীল কালিতে লিখতে পারি না
বেদনার নীল রং ভেসে উঠে
অস্থিরতা গ্রাস করে ফেলে
স্থবির হয়ে পরি
একটি কালো কালির কলম চেয়েছিলাম, আজও নেই।


অন্য কোন কালিতেও
লিখতে পারি না
হলুদ কিংবা গোলাপি
লেখাগুলো অদৃশ্য হয়ে যায়, দেখতে পাই না
একটি কালো কালির কলমের অপেক্ষা, আজও নেই।


অনেকদিন আগে
কালো কালির কলম ছিল
এখন কালি নেই
অনেকে রিফিল করে, আমি পারি না
আমি কেবল, অপেক্ষা করতে পারি ।


কক্সবাজার
অক্টোবর ২২, ২০১৮