কেউ আমার কাছে
অপরাধী না
দেশ,জাতি, সমাজ, সংসারের
কেউ না
রাজনীতিবিদ, আমলা, বুদ্ধিজীবি
শ্রমজীবী কিংবা পরজীবি
কেউ না
আবার ও বলছি
কেউ আমার কাছে অপরাধী না


আমার জীবনই
আমার কাছে অপরাধী
ভীষন অপরাধী
আমি কোনদিন
কোন দিন ও তাকে ক্ষমা করবো না


আমার জীবন
আমাকে প্রতিদিন ঠকিয়েছে
প্রতিনিয়ত লাঙ্গলের ফলায় চাষ করেছে
বিদ্ধ করেছে
রক্তাক্ত করেছে
নিঃস্ব করেছে
একাকীত্বে ডুবিয়েছে


আমার জীবনই
আমাকে প্রতিবাদী করেছে
সত্য ইচ্চারনে সাহসী করেছে
আর আমি প্রতিনিয়ত তলিয়ে গেছি
জীবন আমাকে তেলাপোকার মত বাঁচিয়ে রেখেছে
স্রোতে গা ভাসাতে নিষেধ করেছে
যুগোপযোগী হতে বাঁধা দিয়েছে
বড্ড বেশী অপরাধ করেছে
আমার জীবনই, আমার কাছে
অপরাধী


আমার জীবন
ফিরে ফিরে আসা সুযোগ গ্রহনে বাঁধা দিয়েছে
অল্পতে সন্তুষ্ট করেছে
বিমর্ষ করেছে
বিধ্বস্ত করেছে
অকারনে কাউকে সহায়তা করতে বার বার ফুলসে দিয়েছে
বড্ড বেশী অপরাধ করেছে


আমি আমার জীবন থেকে
পালাতে চাই
লুকোতে চাই নিজেকে
হারিয়ে ফেলতে চাই, আমার আমিকে
ভবিষ্যতকে, অতীতকে
এমনকি বর্তমানকে ও


মিরপুর, ঢাকা
ফেব্রুয়ারি  ২৭, ২০২০