কবিতা নাকি জীবনের
কথা বলে না;
কবি নাকি, কল্পনার জগত
থেকে বেরোতে পারে না
তাই কবিতা কেউ পড়ে না;
কবিতা বিহীন তোমার একটি দিনও যায় না
তোমাকে ছাড়া আমার চলেই না ।


কবিতা সবাই বোঝে না
দুর্বোধ্যতা সবাই টপকাতে পারে না;
কবিতার ভেতরে প্রবেশ নেই মানা
কেন কবিতা পড়তে চায় না, আমার অজানা;
কবিতায় তোমার প্রেম, তোমার উচ্ছাস
আমি খুঁজে পাই মুক্তির আশ্বাস
তোমার সাথে কবিতা পড়ি, বাতাসে নিঃশ্বাস ।


কবিতা নাকি প্রাণহীন, নিস্প্রান
গতিহীন, অহেতুক জীবনের জয়গান;
শব্দের চাতুর্য আর ছন্দের দোলা
কল্পনায় ফানুস উড়ানো রঙিন খেলা;
তোমার কবিতা আবৃত্তি, কবিতা ভাবনা
কাব্য লিখনিতে ফুটে উঠে মর্মবেদনা
এসবই ভামার ভাল লাগা, তুমিই তোমার তুলনা ।


সবাই উপন্যাস চায়
ভাবনা বিহীন সময়ের উপভোগ চায়;
কবিতায় সে সুযোগ নেই
নিজের মত করে ভাবতে শেখায়।
কবিতা নিয়ে তোমার জীবনবোধ, তোমার দর্শন
তোমার বিশ্লেষণগুলোই
আমার মুল আকর্ষণ।


কবিতার বই কেউ কিনতে চায় না
বিনে পয়সায় চায়,
কবিতা খুব সস্তা, এখানে সেখানে পাওয়া যায়।
তোমার ভাবনা, কবিদের নিতে হবে এর দায়
জীবনমুখী কবিতায়
পাঠকের কবিতাপ্রেম আদায়;
তোমার অনন্য ভাবনাগুলো, আমাকে ভীষণ ভাবায়।


বক্তব্যহীন কবিতা
অহেতুক লিখে চলা, সংখ্যায় অনেক;
কিছু কবিতায় থাকে না
আবেগ, বিবেক কিংবা গতিবেগ;
তোমার কবিতায় থাকে চৌকস সংযোগ
সমানতালে চলে  জীবন এবং মানবতাবোধ
সাথে গভীর ভাবনার বিনিয়োগ।


কবিতা বিদ্বেষী মানুষের অভাব নেই;
কবিতা এলারজি, কবিতায় ঘুম পায়
কবিতায় অহেতুক প্রেমের সুড়সুড়ি
আরও নানা কথার ফুলঝুরি;
তোমার কবিতায় আমি  প্রান পাই
জীবন পাই, আনন্দ বেদনার ছোঁয়া পাই;
তোমার কবিতায় আমি ‘মানুষ’ দেখতে পাই।


কবি’রা নাকি যখন তখন
কবিতা লিখতে পারে;
মুঠোফোনে লিখে, ট্যাবে লিখে, দেয়ালে লিখে
অনলাইন পোর্টালে লিখে;
কবিতা লিখা খুব সহজ, মেধার প্রয়োজন হয় না ।
তোমার কবিতায় আমি নির্ঘুম রাত দেখি
যন্ত্রণাকাতর মুখচ্ছবি মনে মনে আঁকি।


কবিতা একটি সস্তা ইমেজ মাত্র
কবিতা প্রকাশ যত্রতত্র;
সমাজ বদলে কবিতার প্রায়গিকতা
উন্মোচনে, কবি’রাই ব্যর্থ;
আমি তোমার উদ্যমে, উচ্ছাসে, অনুপ্রেরণায়
কবিতার ইমেজ বদলে দিতে চাই;
আমি তোমার পাশেই থাকতে চাই।


অগাস্ট ২৬, ২০১৮
মিরপুর, ঢাকা